ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

ইরাকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৩

ইরাকে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জনেরও বেশি মানুষ। শনিবার রাজধানী বাগদাদের দক্ষিণের শহর সামওয়াতে এ ঘটনা ঘটেছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণে নিহতদের মধ্যে দুই শিশু এবং আহতদের মধ্যে শিয়া মিলিশিয়া বাহিনীর সাত যোদ্ধা রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, মিলিশিয়া ক্যাম্পের দিকে যাওয়া একটি গ্যাস পাইপলাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে ওই পাইপলাইনে ছিদ্র পাওয়া গিয়েছিল। আগুন নিয়ন্ত্রণে কর্মরত অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা ওই অঞ্চলের গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে। দেশটির তেল মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ করা হচ্ছে। 

ads

Our Facebook Page